About Us

Welcome to 3Goffer.com
3Goffer.com is a Bangladesh based media website which has been built to publish telecom offers given by local mobile operators, internet service providers and news regarding Bangladesh telecommunication.
'3Goffer.com's  main aim is to help its users providing all information they look for about telecom.
Currently, there are 6 mobile operators in Bangladesh who are providing mobile services using both GSM and CDMA technology in Bangladesh. Besides, there are some other local internet service providers who are providing internet services via internet modem and broadband line connection. These operators and providers are offering a huge number of bonus and discount offers to their customers. 3Goffer.com gathers all these offer information here for its users.
We arrange all these information in such a way that one can find his/her desired information easily. That's why we are different than others. Our easy navigation and management system is for the best service and a better user experience. 3Goffer.com can be browsed in different devices and browsers. So, you will not face any problem browsing 3Goffer.com.
You may find third party advertises on this site. It doesn't mean our main aim is to earn from ad. Our service live on these ads. It helps us maintaining and running our service. If you don't like seeing ads, please use any ad blocker to stop these ads. (All ads are given and run by Google)
We are here to help. We also need co-operation from you. Your feedback and suggestion is really necessary to improve our service. Please use our Contact us page for your suggestion, feedback, complaint or any request.
To know about how we collect and arrange all information, read our Privacy Policy page.

Thank you.

থ্রিজিঅফার.কম-এ স্বাগতম।
বাংলাদেশের ৬টি মোবাইল অপারেটর- গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক এবং সিটিসেলের সর্বশেষ অফার, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের অফার এবং টেলিকমিউনিকেশনের বিভিন্ন খবরাখবর প্রকাশ করার জন্যই থ্রিজিঅফার.কম-এর সূচনা।
থ্রিজিঅফার.কম-এর প্রধান উদ্দেশ্য, সাধারণ ইউজারদের দরকারি সকল তথ্য হাতের নাগালে সহজলভ্য করে দেওয়া।
বর্তমানে বাংলাদেশে মোট ৬টি মোবাইল অপারেটর আছে যারা জিএসএম এবং সিডিএমএ, উভয় প্রযুক্তির সাহায্যে দেশজুড়ে ২জি এবং ৩জি মোবাইল সেবা দিয়ে যাচ্ছে। পাশাপাশি, দেশজুড়ে বিভিন্ন লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা ৩জি ইন্টারনেট সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের টেলিকিমিউনেকশনের বাজার প্রতিযোগিতাপূর্ণ হওয়ায় নিজেদের অবস্থা শীর্ষে নিয়ে যেতে  এসব মোবাইল অপারেটর এবং আইএসপি-রা প্রতিনিয়ত বিভিন্ন চমকপ্রদ অফার দিয়ে যাচ্ছে। থ্রিজিঅফার.কম এসব অফারের খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে এক জায়গায় সংরক্ষণ করছে যেন ইউজাররা সহজেই এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
আমরা বদ্ধপরিকর আমাদের সেরাটা দেওয়ার জন্য। আমরা সকল তথ্য অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজ থেকে সংগ্রহ করি, তাই কোনো ইনফরমেশন ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া, মোবাইল অপারেটরগুলো অনেক সময় তাদের অফারগুলো সম্পর্কে অস্পষ্টতা রেখে দেয়। আমরা সবসময় চেষ্টা করি, ইউজাররা যে ধরণের তথ্য চান, সেগুলো সহ অফার পাবলিশ করতে। এজন্য আমরা প্রয়োজনে কাস্টমার সার্ভিসে কল করে বিভিন্ন তথ্য সংগ্রহ করি। অন্যান্য ওয়েবসাইটে এগুলো সরাসরি কপি-পেস্ট করে দিয়ে দেয়, ইউজারদের প্রয়োজন অনুধাবন করেন না। কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি হল ইউজার। আপনাদের সেরা সার্ভিস দিতে পারাটাই আমাদের স্বার্থকতা। আমাদের সাইট এমনভাবে তৈরি, যেন খুব সহজেই সবকিছু নেভিগেশন করা যায় এবং বাংলা-ইংরেজি আলাদা ভার্সন সম্বলিত যা অন্যান্য সাইটে নেই। এছাড়াও আমাদের সাইটটি মোবাইলবান্ধব, যার জন্য অন্য ওয়েবসাইটের মত এক পেইজ লোড হতে ৫০০-৬০০ কিলোবাইট খরচ হয়ে যায়না।
আমাদের সাইটে বিভিন্ন ধরণের বিজ্ঞাপন দেখতে পারেন। আমরা এসব বিজ্ঞাপন থেকে আয় করি, কিন্তু আয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য নয়। বিজ্ঞাপন আমাদের সার্ভিস চালু রাখতে সাহায্য করে।কিন্তু আমরা সবসময় ইউজারদের সুবিধা-অসুবিধার কথা চিন্তা করি, তাই অন্যদের মত প্রতি পেইজে বেশি এড দিয়ে আপনাদের বিরক্তির সৃষ্টি করতে আমরা আগ্রহী নই। আপনারা চাইলেই এসব বিজ্ঞাপন বন্ধ রাখতে পারেন, এজন্য ব্রাউজারে এড-ব্লকার এক্সটেনশন/এড-অন যোগ করতে হবে। সকল বিজ্ঞাপন গুগল কর্তৃক নির্ধারিত, এতে আমাদের কোনো হাত নেই।
আমরা চেষ্টা করছি একটা ব্র্যান্ড তৈরি করতে। আর এজন্য আপনাদের পরামর্শের কোনো বিকল্প নেই। আপনার যেকোনো মতামত, অভিযোগ কিংবা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা কিভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং বিতরন করি, তা জানতে আমাদের পলিসি পেজে যান.

সকলকে ধন্যবাদ।
full-width

Post a Comment

0 Comments